Sadaqatul Fitr 1444

(وَلاَ تَيَمَّمُوا الْخَبِيْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِآخِذِيْهِ إِلاَّ أَنْ تُغْمِضُوْا فِيْهِ)

(হে ঈমানদারগণ! তোমরা তোমাদের উপার্জিত এবং ভূমি হতে উৎপাদনকৃত বস্ত্তর মধ্যে যা উৎকৃষ্ট তা দান কর।) আর তা হতে মন্দ জিনিস দান করো না; অথচ চোখ বন্ধ করে ছাড়া তোমরা নিজে তা গ্রহণ করবে না । (কুরআনুল কারীম ২/২৬৭)

আসুন তাদের মুখে হাসি ফোটাই
আমরা চাই ঈদের দিনটা যেন এই গরীব পরিবার অন্তত দুধ-সেমাই এবং মাংস-ভাত খেতে পারে।
আমরা ইতিমধ্যে কিছু পরিবারকে নির্ধারণ করে ফেলেছি।
উল্লেখিত এলাকাগুলো থেকে পণ্যসামগ্রী সংগ্রহ করে বিতরণ করা হবে ইনশা’আল্লাহ।
ওই সময় এত মুরগি এক সাথে পাওয়া যাবে না বিধায় আমরা মুরগি এবং অন্যান্য খাবারের আগাম একটা অর্ডারও দিয়ে রেখেছি।

আমরা চেষ্টা করব এই পুরো প্যাকেজটি ঈদের আগের দিনের মধ্যে পরিবারগুলোর কাছে পৌঁছে দিতে।

বাংলাদেশের খাবার হিসেবে চাল, অর্থাৎ, আমরা ঈদের দিনের জন্য পোলাওয়ের চাল দিয়ে মূল ফিতরা আদায় করব। সেক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম পোলাওয়ের চালের বর্তমান বাজারমূল্য বিবেচনা করে আমাদের ফিতরার প্যাকেজের দাম মাথাপিছু সর্বনিম্ন ৪৫০ টাকা।
আমরা যেহেতু ঈদের দিন শুধু পোলাও খাই না, সাথে অন্য অনেক ভালোমন্দ খাই তাই আমরা কিশমিশ, খেজুর কিংবা পনির দিয়ে ফিতরা দিতে হলে যত টাকা দিতে হতো সেটা দেওয়ার চেষ্টা করবেন ইন শা আল্লাহ্‌।

তাই এই প্রজেক্টে আপনারা যত খুশি তত টাকা দিতে পারবেন। শুধু ফর্ম পূরণের সময় উল্লেখ করে দেবেন আপনার পরিবারের সদস্য সংখ্যা কত। মাথাপ্রতি ৪৫০ টাকা শেষে যে বাড়তি টাকা আপনারা দেবেন সেটা দিয়েই আমরা মুরগি,দুধ-চিনি এবং সেমাই কিনে বিতরণ করে দিব ইন শা আল্লাহ্‌।

সাদাকাতুল ফিতর

আপনার অনুদিত যাকাত মানুষের জীবন বদলে দিতে পারে, যাদের কোনও বাড়ি নেই তাদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে, অনাহারে থাকা পরিবারগুলিকে খাওয়ানোর মত মহৎ কাজ করার শক্তি যাকাতে আছে ।

    পরিবারপ্রতি আমরা কিনব মাথাপিছু

    * পোলাও চাল - ২ কেজি
    * মুরগি - ১ কেজি ওজনের একটি মুরগি
    * লাচ্ছা সেমাই - ৪০০ গ্রাম
    * গুঁড়ো দুধ - ৭৫ গ্রাম এবং
    * চিনি - ২৫০ গ্রাম

    অর্থাৎ ৪ সদস্য বিশিষ্ট পরিবারে জনপ্রতি পাচ্ছে
    ২ কেজি পোলাও চাল, একটি গোটা মুরগি, সেমাই ৪০০ গ্রাম, গুড়ো দুধ ৭৫ গ্রাম এবং চিনি ২৫০ গ্রাম।

    যেভাবে অর্ডার করবেন

    অর্ডার করতে -
    ১। আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল (যদি থাকে) সঠিকভাবে পুরোন করুন।
    ২। আপনি কতজনের জন্য ফিতরা দিতে চাচ্ছেন সেই পরিমান লিখুন।
    ৩। আপনি কত টাকা দিতে চাচ্ছেন এবং কোন মাধ্যমে সেই টাকা দিতে চাচ্ছেন সিলেক্ট করুন।
    ৪। সব ফিলআপ করার পর সাবমিট করুন।

    সব ইনফরমেশন সঠিক দিয়ে থাকলে খুব দ্রুতই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ্‌।

    অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেইজে ইনবক্স করে।
    কল বা ম্যাসেজ দিতে পারেন 01750180055 অথবা, 01861005555 - এই হোয়াটসএপে।
    মেইল করতে পারেন - [email protected]
    আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের নেক আমলগুলো কবুল করুন।