হালাল রিযক
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ‘‘ফরয আদায়ের পর হালাল পন্থায় উপার্জনও ফরয। [সুনান আল-বায়হাকী] কিন্তু এখন মানুষ প্রথমত, হালাল পন্থাকে তোয়াক্কা না করে হারামভাবে টাকা কামাই করছে। দ্বিতীয়ত, উপার্জন করতে গিয়ে ফরযকে গুরুত্ব দিচ্ছে না। তৃতীয়ত, এমন কাজ করে জীবন শেষ করে দিচ্ছে যাতে সে আনন্দ পায় না। আর যাতে সে আনন্দ পায় সেটা করার সুযোগ সে পাচ্ছে না। সবচেয়ে ভয়াবহ ব্যাপার, সারা জীবন কাজ করার পরে বুড়ো বয়সে সে দেখছে, আসল জীবনের জন্য, পরকালের জন্য তার কোনো প্রস্তুতি নেই বরং সে হারাম কামাই করে পরকাল ধ্বংস করে ফেলেছে। আবার এর বিপরীত চিত্র-ও আছে। নতুন ইসলাম মানতে শুরু করা তরুণদের মনে হচ্ছে – এই দুনিয়াবি পড়াশোনা, কাজ-কর্ম করে কী হবে? আমি ইসলামের জন্য কাজ করতে চাই। এরা কাজ ছেড়ে দিচ্ছে কিন্তু কাজের কাজ কিছু করতে পারছে না। পুরো ব্যাপারটার ব্যালান্স কীভাবে হবে? সরোবরের এবার ওয়ার্কশপ আয়োজন করেছে, বিষয় “হালাল রিযক”। এটি আমরা আগে ওয়ার্কশপ অন ওয়ার্ক নামে একাধিকবার আয়োজন করেছিলাম।
Please Fillup The Required Information
Payment Method
Please pay your registration fee to the bKash merchant account on 01861005555 or Rocket merchant account 018610055555 . This are merchant number and one has to use a personal number and use 'payment option' to pay the registration fee.
Pay via Bank
A/C: SHOROBOR
A/C No: 20506060100015914
Islami Bank Bangladesh Ltd
VIP ROAD Branch
Routing Number: 125276856

শরীফ আবু হায়াত অপু
রিযক কি?
রিযক: উদাহরণ ও বাস্তবতা
আমাদের পরীক্ষা হয় কীভাবে?
আমরা কেন কাজ করব?
কোন কাজে রিযক বাড়ে?
জীবনের মানে কীভাবে খুঁজে পাব?
ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের যে জিনিসগুলো থাকা প্রয়োজন-
একটি ল্যাপটপ বা স্মার্ট ফোন
ইন্টারনেট সংযোগ/মোবাইল ডাটা
Quran App