Workshop - Shorobor

A Workshop on Helping the Porn Addicts

আমরা মাদকাসক্তি নিয়ে অনেক কথা শুনেছি।

আমরা জানি মাদক মানুষের জীবন ধ্বংস করে দেয়।

মাদক যেভাবে কাজ করে ঠিক একইভাবে কাজ করে আরেকটা বিধ্বংসী আসক্তি।

পর্ন আসক্তি। ঢাকার ৭৭ শতাংশ কিশোর পর্ন আসক্ত।

পর্ন আসক্তি কী?
একে ঠেকাবেন কীভাবে?

সরোবরের এবারের ওয়ার্কশপ সেটা নিয়েই।

৩০ ও ৩১ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কথা বলবেন:

১/ শরীফ আবু হায়াত অপু; মাস্টার্স ইন স্ট্রেস জেনেটিক্স এন্ড স্ট্রেস ফিজিওলজি, পার্ডু ইউনিভার্সিটি।
২/ মোহাম্মাদ সাদেক হোসেন মিনহাজ। মেন্টাল হেলথ কাউনসেলর; ঘুরে দাঁড়াও বইয়ের অনুবাদক।

এই ওয়ার্কশপ কাদের জন্য?

বাবাদের জন্য, সন্তানদের বাঁচানোর জন্য।
শিক্ষকদের জন্য, ছাত্রদের সাহায্য করার জন্য।
এমন যে কারো জন্য কারো বন্ধু কিংবা কাছের কেউ পর্ন আসক্ত কিন্তু সেখান থেকে বের হতে পারছে না।
এই মানুষগুলোকে সাহায্য করা আমাদের দায়িত্ব।
সেই দায়িত্ব আমরা কীভাবে পালন করব সেটার জন্যই এই ওয়ার্কশপ।

ওয়ার্কশপ ফি – ৫০০ টাকা।

মার্চেন্ট একাউন্ট:
0186 100 5555 (বিকাশ)
0186 100 5555 5 (রকেট)
টাকা পাঠানোর পরে প্রাপ্ত TRX ID অর্থাৎ ট্রানজেকশন আইডিটি দিয়ে ফর্ম পূরণ করুন।

ফর্মের লিঙ্ক এখানে